৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে করোনা কেড়ে নিল পুলিশ সদস্যের প্রাণ

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো পুলিশ সদস্যের মৃত্যু হলো। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।

শুক্রবার (১৫ মে) দুপুর ১টার দিকে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয় বলে জানান জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হওয়া এক পুলিশ সদস্য নাইমুল হক (৩৫) শুক্রবার দুপুরে মারা গেছেন।

এনিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৯৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৭৩ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন