২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে করোনা চিকিৎসায় আরও অগ্রগতি

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাস মোকাবিলায় ১০ শয্যার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপনার জন্য তিন ধরনের উপকরণসহ করোনা রোগীর সর্বশেষ ভরসা ভ্যান্টিলেটর সুবিধাও চলে এসেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আইসিইউ স্থাপনের জন্য এসব উপকরণ এসেছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনার তিন দিনের মধ্যে জেনারেল হাসপাতালে যোগ হচ্ছে ১০টি করে ভ্যান্টিলেটর মেশিন, আইসিইউ বেড ও মনিটর। মঙ্গলবার দুপুর নাগাদ আইসিইউ স্থাপনের জন্য এসব উপকরণ এসেছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার নাথ জানান, করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে ১০টি আইসিইউ বেডের যন্ত্রপাতি এসেছে। ঢাকা থেকে একটি টিম এসে যন্ত্রপাতি বসানোর কাজ শুরু করবেন।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল মন্ত্রণালয় থেকে আসা একটি চিঠিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ দেশে ৮ বিভাগের ১১টি হাসপাতালে আইসিইউ সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি গণমাধ্যমের নিশ্চিত করেন। তিনি মন্ত্রণালয় থেকে পাওয়া চিঠির তথ্য জানিয়ে বলেন, সংকট মোকাবিলায় সরকার থেকে ১০ শয্যার আইসিইউ ভেন্টিলেটর বসানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী যত দ্রুত সম্ভব আইসিইউ চালু করার লক্ষ্যে কাজ শুরু করেছি।

এই দুর্যোগকালের জন্য চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখার কথাও জানান সিভিল সার্জন।

ইতোমধ্যে সংকটপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে চারটি পর্যায়ে ১২টি বেসরকারি হাসপাতালের আইসিইউ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়। এ বারোটি হাসপাতালে ১২১টি আইসিইউ শয্যা আছে। তার মধ্যে ৪০-৫০ শতাংশ শয্যায় ভ্যান্টিলেটর সুবিধা আছে। চারটি পর্যায়ে এসব বেসরকারি হাসপাতাল ব্যবহার করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন