বাংলাধারা প্রতিবেদন »
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, করোনা শনাক্তকরণ কিট আগামীকাল রোববারের মধ্যে চট্টগ্রামে আসছে।
শনিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফজলে রাব্বি বলেন, আমরা গতকাল (শুক্রবার) বিআইটিআইডি পরিদর্শনে গিয়েছিলাম। সবকিছুই সন্তোষজনক আছে। এখানেই আপাতত করোনা শনাক্তের পরীক্ষা নিরীক্ষা করা হবে। আশা করছি আগামীকালের মধ্যেই কিট চট্টগ্রামে আসবে।
তিনি বলেন, আপাতত চমেক হাসপাতালের আইসিইউ ব্যবহারের চিন্তা রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কে এরই মধ্যে ফাঁকা হতে শুরু করেছে বন্দর নগরী।
বাংলাধারা/এফএস/টিএম













