২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে করোনা শনাক্ত ১৪০, মৃত্যু ৫

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪০ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ১৫৫টি।  

বুধবার (১ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, নমুনা পরীক্ষা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৫, বিআইটিআইডিতে ৪৯৪, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪, কক্সবাজার মেডিক্যাল কলেজে ১, ইমপেরিয়াল হাসপাতালে ১০৩, শেভরনে ২৩২, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৬, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৮, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১২ ও ইপিক হেলথ কেয়ারে ৬৪ জনের।  

এ পর্যন্ত নগরে ৭২ হাজার ৪২৩ এবং উপজেলায় ২৭ হাজার ২০৩ জন মিলে মোট ৯৯ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে নগরে ৬৯২ জন ও উপজেলায় ৫৪৫ জন মিলে মোট ১ হাজার ২৩৭ জন মারা গেছেন।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন