চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে নিউজবাংলার চট্টগ্রাম প্রতিবেদককে শারীরিকভাবে হেনস্তার ঘটনা ঘটেছে।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর খুলশী থানার জিইসি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম আরাফাত বিন হাসান। দেশের প্রথম সারির সংবাদমাধ্যম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম প্রতিবেদক তিনি।
কাউন্সিলর ওয়াসিমের অনুসারী ও ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়া ওই হেনস্তাকারীর নাম পলাশ কান্তি আকাশ। নগরীর ডেবার পাড় এলাকার বাসিন্দা তিনি।
ভুক্তভোগী আরাফাত বলেন, ‘আমরা পুলিশ বক্সের পাশের একটি টঙ দোকানে চা খাওয়ার সময় চায়ের কাপ পরিবর্তন নিয়ে দোকানি খারাপ ব্যবহার করেন। এটা নিয়ে দোকানির সঙ্গে কথা বলতেই পলাশ নামের ওই ছেলেটা কয়েক গজ দূর থেকে এসে আমাদের গালাগাল শুরু করে। নিজেকে কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী দাবি করছিল সে৷ কিছু বুঝে উঠার আগেই থাবা দিয়ে আমার ফোন ফেলে দেয় এবং থাপ্পড় মারে আমাকে।’
‘এই ঘটনায় খুলশী থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।’
কাউন্সিলরের অনুসারী ও ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়া ওই ছেলে মূলত ছাত্রলীগের নাম বিক্রি করে জিইসি মোড় এলাকায় ফুটপাতের দোকানগুলোতে চাঁদাবাজি করে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন বলেন, ‘আমি শুনেছি বিষয়টা, এটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে৷ আমি তৎক্ষণাৎ বিষয়টা সমাধানের জন্য তৎক্ষনাৎ একজনকে পাঠিয়েছি। এই ধরনের কাজ আমি প্রশ্রয় দিইনা, এটা অবশ্যই অন্যায়। বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে দেখব।’
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘বিষয়টা শুনেছি, ওরা থানায় আছে। চা দোকানির সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে ঝামেলা হয়েছে। আমি থানায় গেলে বিস্তারিত জানতে পারব।’
তবে সাংবাদিক আরাফাত বিন হাসান বলেন, ‘ওনি চা দোকানি না। মূলত চা দোকানি দোকান থেকেই বের হয়নি৷ অভিযুক্ত ব্যক্তি কয়েক গজ দূর থেকে তেড়ে এসেছিল। তার সঙ্গে আরো ৮ থেকে ১০ জন ছিল। তার সাঙ্গপাঙ্গরা দ্রুত স্থান ত্যাগ না করলে বড় ধরনের সমস্যা হবে বলে হুমকি দিচ্ছিলো।













