২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে কাস্টমস কর্মচারি ও আনসার সদস্যের মধ্যে হাতাহাতি; আহত ১

বাংলাধারা প্রতিবেদন »

কাস্টমসের স্টাফ ও লাইসেন্সধারী সিএন্ডএফ এজেন্ট সদস্য ব্যতীত বহিরাগত কোন লোক যেন ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন কাস্টম কমিশনার ফখরুল আলম। রোববার সকালে সে নির্দেশনা মোতাবেক কাস্টম হাউসের এক কর্মচারি পরিচয়পত্র দেখাতে না পারলে ভেতরে প্রবেশে বাঁধা দেন আনসার সদস্যরা। এতে উৎপত্তি হয় বাগবিতন্ডার। পরবর্তীতে কাস্টমস ও আনসারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আনসার সদস্যে জামাদুল আসলাম ও কম্পিউটার অপারেটর শাকিরুল ইসলামের (৩১) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আহত হয়ে শাকিরুল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ৫ম তলায় ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আনসার কমান্ডার পিসি হাসানুজ্জামান বাংলাধারাকে জানান, কাস্টম কমিশনার স্যারের নির্দেশনা রয়েছে পরিচয়পত্র ব্যতীত কাস্টমসের কোন কর্মকর্তা-কর্মচারি ও সিএন্ডএফ সদস্যকে ভেতরে প্রবেশ করতে দেয়া যাবে না। আমরা সে নির্দেশনা মোতাবেক আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আজ সকালে কাস্টমের এক কর্মচারি পরিচয়পত্র না আনায় তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়া হয় এ ঘটনা থেকেই মূলত হাতাহাতির সূত্রপাত হয়।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের বাহিনীর উর্ধ্বতনরা বিষয়টি তদন্ত করবেন। যে প্রকৃত অপরাধী তাকে শাস্তির আওতায় আনা হবে।

চট্টগ্রাম কাস্টম কমিশনার ফখরুল আলম বাংলাধারাকে জানান, কাস্টমসের কোন কর্মকর্তা বা কর্মচারি যদি কোন ভুল করে থাকে সেটা আনসার সদস্যকে বলতে হবে। কিন্তু গায়ে হাত তোলার মত কোন এখতিয়ার তার নেই। অথচ এই আনসার সদস্য হাত তুলেছেন। আমরা আনসারের রিজিওনাল কমান্ডারের কাছে অভিযোগ দিব এখান থেকে যাতে তাদের অপসারণ করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন