২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে কোরবানির পশুর হাট ঘিরে সিএমপির ১০ দফা নিরাপত্তা পরিকল্পনা

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম মহানগরে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘নিরাপত্তা সমন্বয় সভা’ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২৬ মে) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাট ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত ১০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, “হাটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, জালনোট, চাঁদাবাজি বা প্রাণীর কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।”

সিএমপির নেওয়া ১০টি সিদ্ধান্ত হলো:
১. হাটে চাঁদাবাজি ও সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ।
২. প্রাণীর কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার।
৩. চাঁদাবাজি, সন্ত্রাস, পকেটমার, মলম পার্টি ও ছিনতাইকারীদের তালিকা করে ব্যবস্থা।
৪. হাটের ইজারাদার ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৫. গুরুত্বপূর্ণ হাটগুলোয় জালনোট শনাক্তকরণ মেশিন স্থাপন।
৬. ইজারাদার কর্তৃক সিসিটিভি ও ড্রোন ব্যবহার নিশ্চিত করা।
৭. রাস্তা দখল করে অবৈধভাবে হাট বসানো রোধে তৎপরতা।
৮. হাট কেন্দ্রিক অবৈধ পার্কিং বন্ধে অভিযান।
৯. কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ানো রোধে নাগরিক সংগঠনের সঙ্গে সমন্বয়।
১০. চামড়া কেনাবেচায় সিন্ডিকেট গঠনের বিরুদ্ধে কড়া নজরদারি।

সভায় জানানো হয়, হাটসংক্রান্ত কোনো অপতৎপরতা বা তথ্য জানাতে নাগরিকদের সিএমপির বিভিন্ন ইউনিটে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বরগুলো হলো: ডেপুটি কমিশনার ডিবি (উত্তর): ০১৩২০-০৫৪০৮০ ,ডেপুটি কমিশনার ডিবি (বন্দর): ০১৩২০-০৫৪২০০ ,অতিরিক্ত ডেপুটি কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস): ০১৩২০-০৫২৫১৫ ,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র): ০১৩২০-০৫২৫১৫ ,সিএমপি কন্ট্রোল রুম: ০১৩২০-০৫৭৯৯৮।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহমেদ, জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব-৭, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধিরা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন