২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে খালে ভেসে উঠলো নবজাতকের লাশ

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর মেহেদীবাগ সরকারি কলোনির খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বিষয়টি নিশ্চিত করে  বাংলাধারাকে বলেন, রাত সোয়া বারোটার দিকে মেহেদীবাগ সরকারি কলোনির একটি খালে নবজাতকের লাশ ভাসার খবরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।

ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা ধারণা করছেন, বৃহস্পতিবার রাতে ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে দিনের আলো ফোটার আগেই নালা বা খালে ফেলা হয়েছে। বৃষ্টি না হওয়ায় খালের অল্প পানিতে লাশটি ভেসে যেতে পারেনি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন