২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১১ করোনা রোগী শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে চার হাজার ২৭৮ জন হলো।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বিআইটিআইডি থেকে ৪৮৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এরমধ্যে চট্টগ্রামের ১১১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৫ জন। মৃত্যু হয়েছে ১০০ জনের।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ