১০ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে চালু হল আরও ৬১ পোশাক কারখানা

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দর নগরী চট্টগ্রামে বিজিএমইএ’র সদস্যভুক্ত ৫০টি এবং বিকেএমইএ’র সদস্যভুক্ত ১১টি পোশাক কারখানা চালু হয়েছে। তবে এসব কারখানায় স্বাভাবিক সময়ের এক-তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ৫০ হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তারা।

জানা যায়, চট্টগ্রামের তিনটি ইপিজেডসহ বিজিএমইএ এবং বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠান রপ্তানিমুখী পোশাক কারখানার মধ্যে ২৬ এপ্রিল চট্টগ্রামে ৪১২টি কারখানা চালু হয়। এর মধ্যে ২৫৫টি পোশাক কারখানা। এর পরের সপ্তাহে ২ মে শনিবার পর্যন্ত খোলা কারখানার সংখ্যা দাঁড়ায় ৪৮১টি। এর মধ্যে ৩৭৯টিই পোশাক কারখানা। 

স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করা হয়েছে উল্লেখ করে বিকেএমইএ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, বিকেএমইএ সদস্য প্রতিষ্ঠানের ১১টি কারখানা শনিবার খোলা হয়েছে। এখানে শ্রমিকের সংখ্যা হতে পারে ৬-৭ হাজার। কারণ সব শ্রমিক কাজে যোগ দেয়নি।

বিজিএমইএ চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আতিক বলেন, অনেক শ্রমিক বাড়িতে চলে গেছেন। তাই কাজে যোগ দিতে পারছেন না। আবার মালিকপক্ষও তাদের জোরাজুরি করছে না কাজে আসার জন্য। কারণ সরকারি নির্দেশনা হচ্ছে যত কম সংখ্যক শ্রমিকের উপস্থিতিতে পারা যায় তা দিয়ে কারখানা চালাতে।

উল্লেখ্য, চট্টগ্রামের বিজিএমইএ সদস্যভুক্ত ২৮০ কারখানার মধ্যে ১৯০টি কারখানা চালু রয়েছে। বাকি কারখানাগুলো বিভিন্ন সময় থেকে বন্ধ রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন