৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে চালের বাজার আবারও ঊর্ধ্বমুখী

বাংলাধারা প্রতিবেদন »  

বন্দর নগরী চট্টগ্রামে আবারও বেড়েছে চালের দাম। খুচরা ও পাইকারি বাজারে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা চালের দাম মান ভেদে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেশীয় চালের সরবরাহ কমে যাওয়া, মহাসড়কে পণ্য পরিবহনে ওজন নিয়ন্ত্রণ, অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা করার কারণেই চালের দাম বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর থেকে চালের দাম বেড়েছে। নতুন চাল এলে দাম কিছুটা কমতে পারে।

নগরীর পাহাড়তলীতে চালের পাইকারি বাজার ঘুরে দেখা যায়- মিনিকেট, জিরাশাইল ও পাইজাম চালের দাম বস্তাপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এছাড়া আতপ চাল ২ হাজার টাকা থেকে বেড়ে ২১শ টাকা, বেতি-২৯ ১৯’শ টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা, নুরজাহান সিদ্ধ চাল ১৮শ টাকা থেকে বেড়ে ২ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে মাংস ও সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। বাঁধাকপি প্রতিকেজি ২৫ টাকা, টমেটো ৩০ টাকা, বেগুন ৩৫ টাকা, ঝিঙা ৪০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, পটল ৩০ টাকা, আলু ২৫ টাকা, ছোট কচু ৫০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, গাজর ২৫ টাকা, শসা ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তাছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা, প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

এদিকে, বাড়তে শুরু করেছে মাছের দাম। লইট্যা মাছ ১১০ টাকা, ছোট চিংড়ি ৫০০ টাকা, মাঝারি চিংড়ি ৬০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, কাতাল ৩০০ টাকা, রুই ২৫০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা, পাবদা ২০০ টাকা, ছোট ইলিশ ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ