২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

বৃহস্প‌তিবার (১৯ জুন) রাতে সিএমপির (উত্তর-দক্ষিণ) গোয়েন্দা (ডি‌বি) পু‌লিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার রাতে নগরীর বায়েজিদ এবং খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন -কিশোরগঞ্জ জেলার নোয়াপাড়া চৌদ্দশত এলাকার আহম্মেদ রাসেলের ছেলে নাইমুর রহমান (৩২) এবং ভোলা জেলার মনপুরা চর ফয়েজ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাহরুপ হোসেন (১৯)।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়।

আরও পড়ুন