২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের নামে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস.এম. আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন।

বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানার দায়ের করা জিআর মামলা নং ২৮(১১)২৩–এর ধার্য তারিখে সৌরভের পক্ষে সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, “বিগত আওয়ামী সরকারের সময় করা মামলায় এখনো হয়রানি চলছে। উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক এবং স্বৈরাচারী মনোভাবের প্রকাশ।”

তিনি আরও বলেন, “এই বেআইনি আদেশের মাধ্যমে বিগত সরকারের ফ্যাসিবাদী আচরণকে বহাল রাখা হয়েছে। এতে ৫ আগস্টের অভ্যুত্থানের পর সাধারণ মানুষের আদালতের ওপর যে ন্যায়বিচারের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আজকের ঘটনায় ভূলুণ্ঠিত হয়েছে।”

ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছাত্রদল নেতারা বলছেন, এটি রাজনৈতিক হয়রানির একটি নজির।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন