৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে জন্মনিবন্ধন জালিয়াতি: ৩ হ্যাকারসহ গ্রেপ্তার ৫

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের তিন হ্যাকারসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম, চট্টগ্রাম (সিটিইউ)। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি দেশের পাঁচ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট গ্রামের সাগর আহমেদ জোভান (২৩), নড়াইল জেলার লোহাগাড়া থানার দিঘুলিয়া ইউনিয়নের শেখ সেজান (২৩), কুমিল্লা তিতাস এলাকার বাসিন্দা কিন্তু বর্তমানে ঢাকা গ্রিন রোড এলাকার মেহেদী হাসান (২৩), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার শাকিল হোসেন (২৩) ও ময়মনসিংহ ফুলপুর থানার বাসিন্দা-বর্তমানে গাজীপুর সিটি করপোরেশন এলাকার মাসুদ রানা (২৭)।

তাদের গ্রেপ্তারের পর আজ রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিটিইউ। এর আগে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের সূত্রে পাওয়া তথ্যের বরাত দিয়ে সিটিইউ কর্মকর্তা উপকমিশনার লিয়াকত আলী খান জানান, চট্টগ্রামসহ দেশের ৬ সিটি করপোরেশন এলাকা এবং তিনটি জেলায় জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে ভুয়া জন্ম সনদ তৈরি করত তারা। হ্যাকিংয়ের মাধ্যমে জন্ম নিবন্ধন সার্ভারে প্রবেশ করে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে চক্রের অন্য সদস্যদের কাছে সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন যাবৎ সারা দেশে জম্ম নিবন্ধন জালিয়াতি কার্যক্রম চালিয়ে আসছিল। এযাবৎ কয়েক হাজার ভুয়া জম্ম নিবন্ধন সনদ তৈরি করে বিতরণ করেছে তারা। ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে তারা নিত ১২ থেকে ১৫ শ টাকা। তাদের কাছ থেকে জব্দ করা ডিভাইস প্রাথমিকভাবে পরীক্ষা করে এসবের সত্যতা এবং ডিজিটাল আলামত পাওয়া গেছে।

সিটিইউর অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে জোভান চট্টগ্রামের জন্ম নিবন্ধন জালিয়াতির মূলহোতা। একইভাবে গ্রেপ্তার হওয়া সেজান হচ্ছে ঢাকার মূলহোতা। হ্যাকার সেজান ইন্টারনেট কুকিজের মাধ্যমে মূল সার্ভার থেকে লগইন সেশন চুরি করে সার্ভারে প্রবেশ করতো। মূলত সার্ভার হ্যাকের মূল কাজটি করতো সেজান। সংবাদ সম্মেলনে সিটিইউ’র কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা সার্ভারে অনুপ্রবেশ করে চট্টগ্রাম সিটি করপোরেশন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশন, ফরিদপুর, বাগেরহাট ও নরসিংদী জেলায় বিপুলপরিমাণ জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয় ইতিপূর্বে একই চক্রের ৬ সদস্যকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আদালতে দেওয়া মো. জহির আলম ও মোস্তাকিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হ্যাকার সাগর আহমেদ জোভানের নাম আসে। প্রথমে নগরের মুরাদপুর এলাকা থেকে জোভানকে গ্রেপ্তার করা হয়। তার (জোভান) তথ্যের ভিত্তিতে নড়াইল থেকে হ্যাকার শেখ সেজানকে আটক করা হয়। পর্যায়ক্রমে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে মেহেদী হাসানকে, সিরাজগঞ্জ কামারখন্দ থানা এলাকা থেকে মো. শাকিল হোসেন ও গাজীপুর মহানগরের বাসন থানা এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ২টি সিপিইউ, ২টি মনিটর, ৩টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি প্রিন্টার ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সিটিইউ জানায়, জন্মনিবন্ধন সার্ভারের আইডি হ্যাক করে গত ৮ জানুয়ারি চসিকের ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০ টি, ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি, ২৩ জানুয়ারি ১৩ নম্বর ওয়ার্ডে ২৩৯টি ও ১১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ৪০৯টিসহ মোট ৭৯২টি ভুয়া জন্ম নিবন্ধন সনদ ইস্যু হয়। এ ঘটনায় নগরের খুলশী, হালিশহর, বন্দর থানায় পৃথক ৪টি মামলা দায়ের হয়। মামলাগুলো তদন্ত করছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

আরও পড়ুন