২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের খাল খনন প্রকল্প: পানির সংকটে ১৬ এলাকা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের অধীনে চলমান খাল খনন কাজের কারণে নগরের গুরুত্বপূর্ণ পানি সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অন্তত ১৬টি এলাকায় পানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চট্টগ্রাম ওয়াসার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে খনন কাজের সময় প্রধান সঞ্চালন লাইন ভেঙে যায়, যা নগরের বিশাল অংশে পানি সরবরাহ করে থাকে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে হালিশহর, আগ্রাবাদ, জামালখান, লালখানবাজার, মাদারবাড়ি, জিইসি, মুরাদপুর, কদমতলী, ধনিয়ালাপাড়া, নয়াবাজার, ২ নম্বর গেট, বায়েজিদ, অক্সিজেন, চকবাজার, নন্দনকানন ও সিরাজদ্দৌলাহ রোড অন্তর্ভুক্ত রয়েছে।

ওয়াসা আশ্বাস দিয়েছে, তারা দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধানে কাজ করছে এবং মেরামতের প্রচেষ্টা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। তবে পানির সংকট নিরসনে স্থানীয় বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিতে হতে পারে।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে সিডিএ একটি বিশাল প্রকল্প হাতে নিয়েছে, যার আওতায় খাল খনন, সম্প্রসারণ ও সংস্কার করা হচ্ছে। তবে উন্নয়ন কাজের সময় অপরিকল্পিত খনন কার্যক্রম এবং সমন্বয়ের অভাবে নগরবাসীকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন