চট্টগ্রামে শহীদ পরিবার, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাহিত্যিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইফতার মাহফিলের আয়োজন করেছে। শুক্রবার (২৮ মার্চ) বনজৌর রেস্টুরেন্ট, গোল্ডেন প্লাজা, সিডিএ এভিনিউ (জিইসি মোড়)-এ এই আয়োজন সম্পন্ন হয়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, “এনসিপি নতুন রাজনৈতিক সংস্কৃতি ধারণ করতে সক্ষম। দলটি নারীদের অন্তর্ভুক্তির (ইনক্লুসিভিটি) ওপর গুরুত্ব দিচ্ছে, যা নতুন রাজনীতির অংশ।”
তিনি আরও অভিযোগ করেন যে, “আওয়ামী লীগের এমপি ফজলে করিম চৌধুরীর চার্জশিট থেকে অনেক অপরাধীর নাম বাদ পড়েছে। এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।”
দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, “আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর যে নির্যাতন হয়েছে, তার বিচার হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বৈরশাসকদের দোসর মুক্ত করতে ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, “বাংলাদেশের সংস্কার কাঠামোর পরিবর্তনের বিরোধিতা মানেই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা। ৭২-এর সংবিধানের প্রতি রাজনৈতিক দলগুলোর অন্ধ আনুগত্য জনবান্ধব রাষ্ট্র গঠনের অন্তরায়।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান চলমান রয়েছে। রাষ্ট্র সংস্কারের জন্য যদি আবার প্রাণ দিতে হয়, আমরা প্রস্তুত।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, “যুদ্ধাপরাধীদের সঠিক বিচার না করায় ২০১৪ সালে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল। ২০২৪ সালে আওয়ামী লীগের বিচার না করা হলে ভবিষ্যতে আরও একটি গণজাগরণ মঞ্চ হবে না—এমন নিশ্চয়তা কী?”
কেন্দ্রীয় কমিটির সদস্য জাওয়াদ করিম বলেন, “২০২৪ সালের জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি স্বনির্ভর ও টেকসই অর্থনৈতিক দেশ গড়তে চাই।”
জুলাইয়ে শহীদ হওয়া উমরের মা বলেন, “আমার সন্তানের হত্যার বিচার এখনো হয়নি। ক্ষমতার জন্য তারা আমার হীরার টুকরো ছেলেকে হত্যা করেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমাদের সন্তানের বিচার না করে আমরা কোনো নির্বাচন চাই না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংগঠক মোহাম্মদ এরফানুল হক, মো. রাফসান জানি রিয়াজ এবং আরও অনেকে।এই ইফতার মাহফিলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ন্যায়বিচার এবং সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।