২৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে জেনারেল হাসপাতালে নতুন এইচডিইউ ওয়ার্ড

বাংলাধারা প্রতিবেদক» 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হচ্ছে নতুন আট শয্যার এইচডিইউ (হাই ডিপেন্ডেনসি ইউনিট) ওয়ার্ড। আগামী সপ্তাহ এ যেকোনো দিন উদ্বোধন করার কথা রয়েছে।

কোভিডের এই সময়ে আইসিইউ’র চাহিদা সবচেয়ে বেশি। দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ হাই ডিপেন্ডেনসি ইউনিট বা এইচডিইউ শয্যা বাড়ানোর উদ্যোগ নেয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় নতুই এই ওয়ার্ড স্থাপন করা হয়। বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ।

তিনি বলেন, ‘আমাদের এই এইচডিইউ আসছে সপ্তাহে যেকোনো দিন উদ্বোধন হবে। আমাদের এই পদক্ষেপ চট্টগ্রামবাসীদের কোভিডের লড়াইইয়ে বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ১৮ শয্যার আইসিইউ থাকলেও রোগীর তুলনায় যথেষ্ঠ না। প্রতিদিন কারও না কারও প্রয়োজন হচ্ছে আইসিইউ বা এইচডিইউ শয্যার।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে জেনারেল হাসপাতালে ১০০ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ড চালু হয়। পরবর্তীতে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে ১৫০ শয্যা করা হয়।

গত বছরের জুলাই থেকে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু করা হলেও এ বছর তা বাড়িয়ে ১৮টি করা হয়। নতুন এই আট শয্যার এইচডিইউ রোগীদের সেবায় আরেকধাপ এগিয়ে যাবে করোনা রোগীদের সেবাদানকারী এ প্রতিষ্ঠান।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন