চট্টগ্রামে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বুধবার (৯ জুলাই) সকালে নগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বড়পোল, আগ্রাবাদ, চকবাজার, মেহেদীবাগ, কাপাসগোলা ও মুনসুরাবাদ এলাকায় হাঁটুপানি জমে আছে। এতে সাধারণ পথচারী, অফিসগামী, স্কুলশিক্ষার্থী ও দোকানদাররা দুর্ভোগের শিকার হয়েছেন।
জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বিশেষ করে সকাল ও দুপুরের ব্যস্ত সময়ে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। এর ফলে অফিসগামীদের সময়মতো কর্মস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও পড়েছে নেতিবাচক প্রভাব।
মেহেদীবাগ রোড ও আশপাশের গলিগুলোতে হাঁটু পরিমাণ পানি জমে থাকার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। পথচারী মেহজাবিন আক্তার বলেন, ‘প্রতিদিন সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যাই। আজ এক হাঁটু পানির মধ্যে স্কুলে নিয়ে যেতে হয়েছে। টানা বৃষ্টির কারণে রাস্তায় কোনো রিকশাও ছিল না।’
মুনসুরাবাদ এলাকায় পানিতে অলিগলি টইটম্বুর। কোথাও কোথাও পানি বাসাবাড়িতেও ঢুকে পড়েছে। এ কারণে রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছে অনেক বাড়িতে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, ‘সকাল থেকে টানা বৃষ্টিতে বাসার সামনে এক হাঁটু পানি উঠেছে। আমরা বাসা থেকে বের হতেও পারছি না।’
এ এলাকারই আরেক বাসিন্দা মাকসুদ বলেন, ‘নগরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। সবাই সিটি করপোরেশনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু কার্যকর ব্যবস্থা চোখে পড়ে না।’
যানজটে আটকে পড়া আগ্রাবাদ এলাকার যাত্রী সত্য বলেন, ‘দুপুর ১২টায় ইম্পোর্টের স্যাম্পল নিয়ে বালুছড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে কোনো গাড়িই পাচ্ছিলাম না। শেষে এক গাড়ি পেলেও শেখ মুজিব রোডজুড়ে হাঁটু পানি থাকায় এখন চৌমুহনীতে এসে যানজটে আটকে আছি।’
তবে কিছুটা স্বস্তির খবর হলো ,মুরাদপুর, শোলকবহর ও বহদ্দারহাটের মতো দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিজ্ঞ এলাকাগুলোতে এবার তুলনামূলকভাবে পানি জমতে দেখা যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘নগরের কিছু জায়গায় রাস্তা উঁচু, কিন্তু সংযোগ সড়কগুলো নিচু। এ কারণে সেখানে পানি জমে যাচ্ছে। এসব জায়গার ড্রেনগুলো বারবার পরিষ্কার করেও স্থায়ী সমাধান হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘প্রকৌশল বিভাগের মাধ্যমে এসব রাস্তাকে একই লেভেলে আনতে হবে , এ নিয়ে আলোচনা চলছে। আপাতত যেসব এলাকায় পানি জমার ঝুঁকি আছে, সেখানে ড্রেন পরিষ্কার করা হচ্ছে।’
এআরই/বাংলাধারা