বাংলাধারা প্রতিবেদন »
ইসলামী ব্যাংকের উদ্যোগে নগরীর চিটাগাং ক্লাবে আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী ডিজিটাল ব্যাংকিং ফেয়ার চলছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ ছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এন আর বি গ্লোবাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক লিঃএ মেলায় অংশগ্রহণ করে ।
এ উপলক্ষে আয়ােজিত আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দীন আজাদ বলেন, ডিজিটাল ফেয়ার এর আয়োজনে লিড ব্যাংকের ভূমিকার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানাই। ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভূক্তির প্রতি গুরুত্ব দিতে হবে ।
এ ছাড়া তিনি তার বক্তব্যে ব্যাংকিং কার্যক্রমে অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল বা এডিসি’র গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএইচআরও মোঃ সালেহ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম জোন প্রধান এসটিএম আবু নাসের, এন আর বি গ্লোবাল ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ শামসুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান মিফতাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নেয়ামত উল্লাহ এবং ইউনিয়ন ব্যাংক লিঃ এর ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখা প্রধান মোহাম্মদ সিরাজুল কবির।
স্বাগত বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ নাইয়ার আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোঃ মাহবুব-উল-আলম।
সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোঃ মাহবুব-উল-আলম ব্যাংকের ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসসমূহ ব্যবহার করে ঘরে বসে সহজেই হিসাব খোলাসহ আধুনিক ব্যাংকিং সেবার সকল সুযোগ গ্রহণ করার আহবান জানান ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেএ সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাংলাধারা/এফএস/টিএম













