২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ডিসি পার্কে লাখো ফুলের মেলা শুরু ৪ জানুয়ারি

চট্টগ্রামের ডিসি পার্কে মাসব্যাপী ফুলের উৎসব শুরু হতে যাচ্ছে। মাদকাসক্তদের আখড়া হিসেবে পরিচিত ১৯৪ একরের এই জায়গাটি এখন পরিণত হয়েছে ফুলে ফুলে সজ্জিত এক অপরূপ সৌন্দর্যের কেন্দ্রে। ১৩০ প্রজাতির দেশি-বিদেশি ফুলে সেজে উঠেছে পার্কটি, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ আগামী ৪ জানুয়ারি এই ফুল উৎসবের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোখলেস উর রহমান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

উৎসবের প্রধান আকর্ষণ: ১৩০ প্রজাতির ফুল টিউলিপ গার্ডেন, ভাসমান ফুল বাগান বই উৎসব, পিঠা উৎসব (১৭-২৩ জানুয়ারি)  মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল (২৪-২৫ জানুয়ারি) ঘুড়ি উৎসব (৩১ জানুয়ারি) লেজার লাইট শো (১০-১১ জানুয়ারি) মুভি শো (১-২ ফেব্রুয়ারি) ভিআর গেম, ভায়োলিন শো এবং পুতুল নাচ
ডিসি পার্কের আকর্ষণীয় বিন্যাস:পার্কে রয়েছে তিনটি বিশাল পুকুর, ফুডকোর্ট, শিশুদের খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, ভিআইপি জোন, সানসেট ভিউ পয়েন্ট এবং হেঁটে চলার উন্মুক্ত স্থান।

উৎসবের সময়সূচি:এই উৎসব চলবে ৪ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানিয়েছেন, “এটি আমাদের তৃতীয়বারের মতো আয়োজন। ডিসি পার্কে প্রকৃতি ও সংস্কৃতির সংমিশ্রণে দর্শনার্থীরা অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করবেন।”

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “আমরা মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করে পার্কটিকে একটি নান্দনিক পর্যটনকেন্দ্রে রূপ দিয়েছি। এবারের উৎসবে আরও নতুন আকর্ষণ যোগ করা হয়েছে।” ডিসি পার্কে এই উৎসব প্রকৃতি প্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য স্মরণীয় একটি অভিজ্ঞতা হবে।

আরও পড়ুন