চট্টগ্রাম নগরের ডিসি হিলে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিলসহ মঞ্চে এসে হামলা চালায়। তারা মঞ্চ, চেয়ার-টেবিল, শিল্পীদের বিশ্রামকক্ষসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা “হাসিনার ফাঁসি চাই” এবং “হাসিনার দালালেরা হুঁশিয়ার” স্লোগান দিতে দিতে মঞ্চে উঠে পড়ে এবং ব্যাপক ভাঙচুর চালায়। আয়োজকদের দাবি, হামলাকারীদের অনেকেই কয়েকদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের ব্যানারে প্রতি বছর এই অনুষ্ঠানটি হয়ে থাকে। চলতি বছর আয়োজনটির ৪৭তম বার্ষিকী পালিত হওয়ার কথা ছিল। তবে ভাঙচুরের পর পরিষদ বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
পরিষদের সদস্যসচিব মোহাম্মদ আলী বলেন, “এভাবে হামলার মধ্যে দিয়ে অনুষ্ঠান করা সম্ভব নয়। যারা নানা সংগঠনের নামে অভিযোগ করেছে, তারাই আজ হামলা চালিয়েছে।”
ভাঙচুরের ঘটনাটি রাজনৈতিক উত্তেজনার অংশ বলে মনে করা হচ্ছে। এর আগে সকালে ‘নববর্ষ উদ্যাপন মঞ্চ’ নামের একটি সংগঠন ডিসি অফিসের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। তারা অভিযোগ করে, অনুষ্ঠানে ‘ফ্যাসিস্ট হাসিনার দোসরদের’ স্থান দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সংগঠনের অন্যতম নেতা মামুনুর রশিদ (শিপন) বলেন, “আমরা মানববন্ধন করেছি এবং ডিসিকে স্মারকলিপি দিয়েছি। ভাঙচুরের বিষয়ে আমরা জানি না।”
এদিকে, কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানিয়েছেন, “একটি মিছিল এসে হঠাৎ করে ভাঙচুর করে চলে যায়। আমরা তদন্ত করছি।”
রাত সাড়ে আটটার দিকে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এআরই/বাংলাধারা













