বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩১ জন। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, শাহজাহান মিয়া (৬৯) নামে এক বৃদ্ধ ডেঙ্গু আক্রান্ত হয়ে মেট্রোপলিটন হাসপাতালে বুধবার মারা যান। তার বাড়ি হালিশহরে।
এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৫ জন।
এর আগে বৃহস্পতিবারের প্রতিবেদনে ৮৭ জন এবং বুধবারের প্রতিবেদনে নতুন ৯০ জন ডেঙ্গু রোগী শনাক্তের তথ্য আসে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চলতি মাসে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৬০ জন। এর মধ্যে বেশিরভাগই নগরীর বাসিন্দা। বর্তমানে ২৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
এখন পর্যন্ত ডেঙ্গুতে যারা মারা গেছেন, তাদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও চারজন শিশু।













