বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিউলি রানী (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন চমেক হাসপাতালের উপ পরিচালক ডা. অং সুই প্রু মারমা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগী ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩৯১ জন রোগী পাওয়া গেছে চট্টগ্রামে।
চমেক হাসপাতালের উপ পরিচালক ডা. অং সুই প্রু মারমা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন শিউলি রানী নামের ওই রোগী। ২১ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। শুধু ডেঙ্গুর চিকিৎসা দিলে হবে না ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে।













