২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ছেই, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫ জন

চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন আরও ৫৫ জন।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৫ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে মোট ১ হাজার ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন