বাংলাধারা প্রতিবেদন »
করোনার প্রকোপে দেশ যখন বিপর্যস্ত তখন চট্টগ্রাম ও ঢাকার সাধারণ থেকে মধ্যবিত্ত পরিবারগুলোর ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দুই তারুণ্যের প্রতীক ও মানবিক যোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধর এবং নাফিসা আনজুম খান।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ মে) দুপুরে নগরীর মোমিন রোডস্থ মৈত্রী ভবনে জ্যোতির্ময় ও নাফিসার আয়োজনে করোনাকালীন সময়ে চাকরি হারানো এবং লকডাউনে কাজ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাতে তুলে দেন ভালোবাসার উপহার।

প্রকৌশলী জ্যোতির্ময় ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদির সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন, জামালখান ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, মানবাধিকার কর্মী সুচিত্রা গুহ টুম্পা, এ কে এম তরিকুল ইসলাম রানা. সাংবাদিক আকাশ ইকবালসহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
এরপর বিকালে দেওয়ান বাজার এলাকায় ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারির সভাপতিত্বে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের হাতে উপহার তুলে দেন নাফিসা আনজুম খান ও প্রকৌশলী জ্যোতির্ময় ধর। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী বাপ্পি দেব বর্মণ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে নাফিসা আনজুম খানের হাতে তুলে দেওয়া হয় সন্মাননা স্মারক।
বাংলাধারা/এফএস/এআই













