২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে দেশের সর্ববৃহৎ ফুল উৎসব: ডিসি পার্কে সাজছে ভাসমান বাগান

চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ফুল উৎসব। আগামী ৪ জানুয়ারি থেকে মাসব্যাপী চলা এই উৎসবে ১৩৬ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমারোহ দর্শনার্থীদের মুগ্ধ করবে। প্রথমবারের মতো ভাসমান ফুলের বাগানও যোগ হয়েছে এই উৎসবে, যা এই আয়োজনকে দিয়েছে এক নতুন মাত্রা।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, উৎসবটি সাজানো হয়েছে দুবাইয়ের বিখ্যাত মিরাকল গার্ডেনের আদলে। ১৯৬ একর জায়গা জুড়ে নান্দনিকতার ছোঁয়ায় গড়া এই আয়োজনের মূল আকর্ষণ ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদা, এবং আরও অসংখ্য প্রজাতির ফুল।

শুধু ফুল নয়, এই উৎসবে থাকবে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং লোকজ সংস্কৃতির মেলা। প্রতিদিন সন্ধ্যায় লোকজ সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের নিয়ে যাবে বাংলার শিকড়ে।

টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। অনলাইনের পাশাপাশি টিকিট পাওয়া যাবে ডিসি পার্কের প্রবেশ পথে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই ফুলমেলা।

এমন বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ডিসি পার্ক পরিণত হতে চলেছে নতুন এক বিনোদন কেন্দ্র হিসেবে, যেখানে প্রকৃতির সঙ্গে মিলেমিশে কাটবে দর্শনার্থীদের মনোমুগ্ধকর সময়।

আরও পড়ুন