২৪ অক্টোবর ২০২৫

বাঁশখালীর ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে র‍্যাবের জালে

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে বাঁশখালী থানার ধর্ষণ মামলার এক আসামী গ্রেফতার।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি কাসিম উল্লাহ ওরফে রাকিব (২১) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কাসিম উল্লাহ বাঁশখালীর সরল এলাকার মো. ইউনুছের ছেলে। ধর্ষণ মামলার পলাতক আসামি রাকিব বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। তবে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন