বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ জন। এর বাইরে আজও নোয়াখালী জেলার একজনের নমুনায় শনাক্ত হয়েছে ভাইরাসটি।
বুধবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-বিআইটিআইডিতে এদিন ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ছয়জনের নমুনায় মিলেছে করোনা। নতুন করে শনাক্তদের মধ্যে পাঁচজন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৭ জন।
বাংলাধারা/এফএস/টিএম













