বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সবার রিপোর্ট নেগেটিভ।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে দশটায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৪১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
গত ৩, ৫ ও ৮ এপ্রিল চট্টগ্রামের দামপাড়া, হালিশহর, সাগরিকা এবং সীতাকুণ্ডে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এরপর চট্টগ্রামের বিভিন্ন এলাকার ভবন, দোকান লকডাউন করা হয়।
সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউন করা হয়। সেই সঙ্গে ওই শাখার ১৫ কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
বাংলাধারা/এফএস/টিএম













