বাংলাধারা প্রতিবেদন »
নমুনা পরীক্ষায় ৫৯৯ টি নমুনা পরীক্ষা করে ১৭১ জনের শরীরের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০৬ জন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
এইদিন বিআইটিআইডি ল্যাবে ২৩৫ টি নমুনা পরীক্ষা ৪৬ জন শনাক্ত হয়। এছাড়া চবি ল্যাবে ৪৪ টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, চমেক ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৪২ জন এবং সিভাসু ল্যাবে ১৫৫ টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে ইম্পেরিয়াল হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা করা না হলেও কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ৯ জনের শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনে ১৭১ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ৭৯ জন এবং বিভিন্ন উপজেলায় ৯২ জন। এই দিন মৃত্যু হয়েছে ৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন।
বাংলাধারা/এফএস/টিএম
				












