৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে নতুন করে ২০৭ জন করোনা রোগী শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম মহানগরী ও জেলায় নতুন করে ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রামের সিভিল সার্জন দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

বন্দরনগরীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৫৯৩ জন। এ পর্যন্ত মারা গেছে ১০৪ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, চট্টগ্রামের ৪টি পিসিআর ল্যাবে মোট ৭৩৮টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন