১৫ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে নতুন শনাক্ত ৪৮, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৭৩ শতাংশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রমতে,  এদিন করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৮৪ জন। এছাড়া নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে ২৮ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৪৩৬ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী। সকলে সচেতন হলে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রামে।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ