২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে নারীকে লাথি মারা ঘটনায় জামায়াত কর্মী আকাশ চৌধুরী বহিষ্কৃত

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের এক কর্মসূচিতে এক নারীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত আকাশ চৌধুরীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।

শুক্রবার (৩০ মে) রাতে জামায়াতের মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দুইটি সংগঠনের কর্মসূচিতে যে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত ঘটনা ঘটেছে, সেটি জামায়াতের দৃষ্টিগোচর হয়েছে এবং কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই জামায়াত এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “সেদিন প্রেস ক্লাবে আয়োজিত কর্মসূচিগুলো সম্পর্কে জামায়াত আগে থেকে অবগত ছিল না। ফলে সেখানে যাওয়ার জন্য কোনো স্তরের কর্মীকে নির্দেশনা দেওয়া হয়নি। জামায়াতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এ ঘটনার দায়দায়িত্ব সংগঠন বহন করবে না। দায় বর্তায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তির ওপর।”

ঘটনার সঙ্গে জড়িত আকাশ চৌধুরী জামায়াতের শৃঙ্খলা লঙ্ঘন করেছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উপস্থিত হয়ে তিনি যে কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, তা চরমভাবে নিন্দনীয়। জামায়াত একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে পরিচিত এবং এ ধরনের আচরণ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তাই কেন্দ্রীয় নীতির আলোকে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

জানা গেছে, অভিযুক্ত আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌর এলাকার নেছার আহমদের ছেলে। তিনি ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন