১৯ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠিত

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হলো ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট-২০২৩। শুক্রবার (৬ জানুয়ারি) দিনব্যাপী শহীদ সাইফুদ্দিন খালেদ রোড সংলগ্ন কাজীর দেউড়িস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে হয়েছে এই সামিট।

দিনব্যাপী এ সামিটে চট্টগ্রাম জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি চিত্তাকর্ষক ইভেন্ট যা ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরামের প্রথম জেলাভিত্তিক আয়োজন ছিল।

এই সামিটটি মূলত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা এবং গুরুত্বের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরামের এই জেলা পর্যায়ের আয়োজনে চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষক এবং কিছু সফল কর্পোরেট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ও বাইরের ২শ’র বেশি শিক্ষার্থী এই আনন্দময় আয়োজনে অংশ নিয়েছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি হিসেবে দেশের খ্যাতনামা রাঙ্কস এফসি প্রোপার্টিজ লি. এর সিইও তানভীর শাহারিয়ার রিমন তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন। তিনি প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেছেন। দিনব্যপী এ আয়োজনে একাধিক সেমিনার এবং প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়েছে।

সমগ্র আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার এবং পাওয়ারড বাই স্পনসর হিসেবে ছিল এসএসবি লেদার। এছাড়াও খিদমাহ, এক্সপ্রেস ইন টাউন, এনইউ বুকস্টোর,দ্য হেলেন্স,পার্কিং কই ও এমএমসি গ্লোবাল সার্ভিসেস এ অনুষ্ঠানের প্রাউড সিলভার স্পন্সর হিসেবে সংগঠনটির সাথে যুক্ত ছিল। এক্সিলেন্স বাংলাদেশ, ডেবোনাইর, আপগ্রেড একাডেমি ও রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং ক্রাউন এ অনুষ্ঠানের স্ট্রাটেজিক পার্টনার হিসাবে কাজ করেছে। চিটাগাং লাইভ, সিটিভি প্লাস ও আওয়ার ক্যানভাস এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ হোসেন জানান, বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সাথে নিয়ে এ বছর তৃতীয় বারের মতো চট্টগ্রামে স্কিল ডেভেলপমেন্ট সামিটের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। সামিটে অংশগ্রহণকারী ও সম্মানিত অতিথিদের এ আয়োজন সাফল্যমণ্ডিত করার জন্য প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। সামিটে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও প্যানেল ডিসকাশন সেশন শিক্ষার্থীদের জন্য দক্ষতার পরিধি উন্মুক্ত করেছে। সামিটে আমাদের সার্বক্ষণিক সহায়তার জন্য সকল স্পন্সর ও পার্টনারদের অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বছরেই বিভিন্ন বিভাগে আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগানো এই স্কিল ডেভেলপমেন্ট সামিটের আয়োজন অব্যহত রাখবো।

আরও পড়ুন