ভোটের রাজনীতিতে প্রতীক বা মার্কার চেয়ে যোগ্যতা ও জনসেবাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আমাদেরকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার দরকার নাই। যে জনগণের সেবা করবে, তাকেই ভোট দিন।”
দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “নিজেরা যদি দুর্নীতিতে জড়িত না হই, তাহলে আমাদের নেতা-নেত্রীরাও দুর্নীতিতে জড়াতে পারবে না। কিন্তু যদি আগের মতো ভোট বিক্রি করে দিই, তাহলে পরবর্তী ৫ বছর আমাদের উপর জুলুম চলবে, আমরা কথা বলার সুযোগ পাব না। তাই আমাদের আগে সচেতন হতে হবে।”
পারিবারিক স্তর থেকে দুর্নীতিবিরোধী অভিযানের সূচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে—আমার বাবার আয়ের উৎস স্বচ্ছ কিনা। যদি বেতন ৪০ হাজার টাকা হয়, ভাড়া দেয় ২৫ হাজার, আর আমাকে দেড় লাখ টাকার আইফোন কিনে দেয়, তাহলে এই প্রশ্ন তুলতে হবে—এই অর্থ কোথা থেকে এলো? যদি আমরা এ প্রশ্ন না করতে পারি, তাহলে বুঝতে হবে, আমাদের শিক্ষার অভাব রয়েছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।
এআরই/বাংলাধারা