২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে পশুর বর্জ্য অপসারণে থাকবে ৫ হাজার কর্মী

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে কোরবানির ঈদের দিন বর্জ্য অপসারণের সুবিধার্থে নগরীর ৪১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করেছে সিটি করপোরেশন। বিকেল ৫টার মধ্যে পাঁচ হাজার শ্রমিক ৩৫০টি গাড়ি দিয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবেন। জবাইয়ের স্থানে দেবেন ব্লিচিং পাউডার।

আবার নগরীর সরু সড়ক ও গলিতে বর্জ্য অপসারণের জন্য থাকবে টমটম, হুইল ভেরু। সুপারভাইজারদের জন্য থাকবে সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া দামপাড়ার পরিবহন পুলে একটি নিয়ন্ত্রণ কক্ষও চালু রাখবে চসিক। 

বুধবার (২৯ জুলাই) সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত স্থায়ী কমিটির প্রস্তুতি সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়।

এ সময় কোরবানির ঈদের বর্জ্য অপসারণে নগরবাসী, সব ওয়ার্ড কাউন্সিলর, করপোরেশনের পরিচ্ছন্ন, প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চাওয়া হয়।

সভায় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মান্নান সিদ্দিকী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার ও দলনেতারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন