চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় পুলিশের উপর হামলার মামলায় আরও চারজন রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ ইব্রাহিম (৪০), মনির আহম্মদ (৫০), মোঃ রবিন ইসলাম (২৫) এবং আরাফাতুল ইসলাম নোমান (২২)।
পুলিশ জানায়, ব্যাটারিচালিত রিকশা বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে বিপুলসংখ্যক রিকশা জব্দ করার পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনার প্রতিবাদে রিকশাচালকরা মিছিল করে বাহির সিগন্যাল এলাকায় গিয়ে প্রধান সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধের কারণে আরাকান সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। চালকরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ওসি মোঃ আফতাব উদ্দিন জানান, মামলার ভিত্তিতে এখন পর্যন্ত মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান জোরদার করেছে পুলিশ, যার অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় তিন হাজার রিকশা জব্দ করা হয়েছে।