২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে নগর ও উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নজরুল ইসলাম।

তিনি বলেন, সকাল সোয়া ১০টার দিকে কুমিরা ইউনিয়নের মছজিদ্দা এলাকায় ট্যাংকারের ধাক্কায় নির্মল দাশ (৫০) নামের এক বৃদ্ধ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নির্মল দাশ ওই এলাকার মৃত শশী কুমার দাশের ছেলে।

অন্যদিকে সোয়া ১২টার দিকে কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে সাঈদ মোরশেদ রনি (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাঈদ মোরশেদ মিরসরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

একই দিন চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আবদুস সালাম (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আবদুস সালাম হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের জানে আলমের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মুরাদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন