চট্টগ্রামে দুটি পৃথক হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গ্রেপ্তারকৃতদের একজন আত্মগোপনের জন্য সিলেটে চলে গিয়েছিলেন, অন্যজন লুকিয়ে ছিলেন চট্টগ্রামেই। শেষ পর্যন্ত র্যাবের অভিযানে দুজনই ধরা পড়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) র্যাবের পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. নয়ন (৩২) এবং মো. আমির হোসেন (৩১)। নয়ন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাহাতা এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে। অন্যদিকে, আমির নোয়াখালী সদরের দানা মিয়ার বাজার এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে।
র্যাব জানিয়েছে, গত ১৮ মার্চ আনোয়ারায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক নামের এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ বাবু ওরফে বাবুল আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নয়ন এই মামলার ২ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সিলেট শহরের শাহপরাণ থানার খাদিমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে মো. আমির হোসেনকে আটক করে র্যাব। আমির গত ৯ এপ্রিল কোতোয়ালী থানায় দায়ের হওয়া সড়ক পরিবহন আইনের একটি মামলার সন্দেহভাজন পলাতক আসামি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, দুটি পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআরই/বাংলাধারা