চট্টগ্রামের সরাইপাড়া পোর্ট কানেকটিং রোডে একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, পেট্রোল পাম্প থেকে নিম্নমানের তেল সরবরাহ বন্ধ করার জেরে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রতিষ্ঠান মর্ডান কার্গো ক্যারিয়ার লিমিটেডের মালিকানাধীন প্রায় ১৬০টি গাড়ির জন্য নিয়মিত জ্বালানি সংগ্রহ করা হতো বড়তাকিয়া ফিলিং স্টেশন থেকে। কিন্তু দীর্ঘদিন ধরে নিম্নমানের ডিজেল সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটি বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে পাম্প মালিক সাইফুল আলমের নেতৃত্বে একদল ব্যক্তি প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার সময় প্রতিষ্ঠানটির কর্মচারীদের মারধর করা হয়, পাশাপাশি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পক্ষ পাহাড়তলী থানায় মামলা দায়ের করে, যেখানে পেট্রোল পাম্প মালিকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পাহাড়তলী থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।