২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন প্রাইম মুভার, ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক চালক ও শ্রমিকরা। সংগঠনের সভাপতি এবং এক চালকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ডেকেছে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু হয় বলে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের। তিনি জানান, চট্টগ্রাম বন্দর জোনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আলোচনার জন্য তারা উপস্থিত হয়েছেন। সন্তোষজনক আশ্বাস পেলে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এক ছুরিকাহত ব্যক্তিকে হাসপাতালে নিতে একটি প্রাইম মুভার গাড়ি থামায় পুলিশ। চালকরা জানিয়ে দেন, রোগী পরিবহনের জন্য এই ধরনের ভারী যান উপযুক্ত নয়। এতে ক্ষিপ্ত হয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আরও কয়েকজন পুলিশ সদস্য প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, চালক দেলোয়ার ও সদস্য ফয়সালকে মারধর করেন।

এর প্রতিবাদে বুধবার (১৪ মে) সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে তা কার্যকর হয়।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, “আমরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চাই। আলোচনায় ইতিবাচক পদক্ষেপ আশা করছি।”

এদিকে কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে স্থবিরতা নেমে এসেছে। দেশে আমদানি-রপ্তানি পণ্যের প্রায় ৯৯ শতাংশই কনটেইনারের মাধ্যমে পরিবহন হয়। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন প্রায় ৭ হাজার প্রাইম মুভার কনটেইনার পরিবহনে নিয়োজিত থাকে। দেশজুড়ে মোট প্রায় ১৫ হাজার প্রাইম মুভার সক্রিয় রয়েছে এই খাতে। চলমান কর্মবিরতির কারণে জাতীয় ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে প্রভাব পড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন