২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে প্রাণের অমর একুশে বইমেলার দুয়ার খুলেছে

বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক প্রাণের অমর একুশে বইমেলা শুরু হয়েছে।

আজ (১লা ফেব্রুয়ারি) শনিবার বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি জিমনেসিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনের পর থেকেই বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্টলে স্টলে ঘুরে বই দেখছেন, কিনছেন পছন্দের বই। তবে প্রথম দিন হওয়ায় এখনো সাজসজ্জার কাজ পুরোপুরি শেষ হয়নি, প্রস্তুত হয়নি কিছু স্টলও।

এবারের বইমেলায় ১৪০টি স্টল রয়েছে, যার মধ্যে চট্টগ্রামের ৭৬টি ও ঢাকার ৬৪টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। মেলার মূল ফটকে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদের ছবি। পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার ছবি সংবলিত পোস্টারও দেখা গেছে মেলায়।

প্রথম দিনেই লেখক ও পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা করছেন, এবারের মেলা অন্যান্য বছরের তুলনায় আরও সমৃদ্ধ হবে। প্রকাশকরাও আশাবাদী, মেলার শেষদিকে বই বিক্রি আরও জমে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-জনতার লড়াইয়ের চেতনাকে ধরে রাখার আহ্বান জানান।

চট্টগ্রামের এই অমর একুশে বইমেলা চলবে আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন