বাংলাধারা প্রতিবেদন»
সারাদেশের মতো চট্টগ্রামেও কমে এসেছে করোনার সংক্রমণ। জনজীবন অনেকটাই হয়ে এসেছে স্বাভাবিক। কর্মচাঞ্চল্য ফিরেছে নগরে, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সচেতনতা বৃদ্ধির ফলে সংক্রমণ শূন্যে নেমে এসেছে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৫ শতাংশ। নতুন আক্রান্ত ২ জনই মহানগর এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৮ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, করোনার সংক্রমণ রোধে আমাদের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত আছে। এছাড়া আমরা বেশি জোর দিচ্ছি টিকাদান কার্যক্রমে। কিভাবে বেশি মানুষকে টিকার আওতায় আনা যায় সে চেষ্টাও অব্যাহত আছে।













