৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে প্রেমিকাকে ধর্ষণের দায়ে কারাগারে গেল প্রেমিক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় গার্মেন্টস কর্মী (২৫) প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিম।

বুধবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার সময় পাহাড়লী এলাকার সরাইপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আব্দুল করিমের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙায়। তবে তিনি নগরীর পাহাড়তলী এলাকায় ব্যাচে শিক্ষার্থী পড়াতেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ‌‘গতকাল রাতে ওই তরুণী তার প্রেমিক করিমের সঙ্গে দেখা করতে সরাইপাড়া যান। সেখানে একটি ভবনে তাকে ধর্ষণ করে করিম। বিষয়টি স্থানীয় লোকজন আঁচ করতে পেরে তারা দু’জনকে আটকে রেখে ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে দু’জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হলে পুলিশ আব্দুল করিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

বর্তমানে ভিকটিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন