২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ফোন করলেই পৌঁছে যাবে বিনা মূল্যের অক্সিজেন

বাংলাধারা প্রতিবেদন  »

সাবেক সিটি মেয়র মো. মনজুর আলমের উদ্যোগে করোনায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রায় ৫০০ বোতল অক্সিজেন দিয়ে সেবা সংস্থাটি এ মানবিক কার্যক্রম শুরু করেছে।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা নগরের ৪১টি ওয়ার্ড ও বিভিন্ন হাসপাতালে মোটরসাইকেলে করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় করোনায় শ্বাসকষ্টজনিত রোগীদের কষ্ট লাঘবে গত ১৪ এপ্রিল থেকে ১৫ জন প্রতিনিধির মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন সেবার এ কার্যক্রম চালানো হচ্ছে এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম।
 
অন্যদিকে গাউছিয়া কমিটি ও আল মানাহিলের মাধ্যমে অক্সিজেন বিতরণের ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেন ব্যবহারের পর খালি সিলিন্ডার ফেরত দেওয়া এবং প্রয়োজনে রিফিল করে নতুন বোতল নেওয়ারও সুযোগ রয়েছে।  

ফাউন্ডেশনের প্রতিনিধিরা হলেন:

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়ের মো. বাদশা আলম (মোবাইল-০১৮৭৯৪৭০৭৭৭), ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের আবদুর রাজ্জাক দুলাল (মোবাইল-০১৮৪২৫৫২৫৯০), ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের ফরিদ আহমদ মুরাদ (মোবাইল-০১৮৪২৩৮২১৯১), ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডের মো. ইসমাইল (মোবাইল-০১৭৬৩৫২৫৯৪৩)।

১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের দেলোয়ার হোসেন (মোবাইল-০১৯১৫২০১৬২৭), ২৫ নম্বর পশ্চিম রামপুর ওয়ার্ডের মো. হোসেন (মোবাইল-০১৭১১১৪৫১৬২), ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের নুরুল আলম ভুট্টো (মোবাইল-০১৮১৮১৯৩৭০৪), ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের নুরুল আজিম (মোবাইল-০১৮১৩২৫৪২১৭), ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের জুবায়ের আরেফিন (মোবাইল-০১৮১৯৫৪৫৭৩৭),

২ নম্বর জালালবাদ ওয়ার্ডের ছিদ্দিক আহমদ (মোবাইল-০১৭১৫২৯৯৬৮১), ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের ইরফান কাদেরী (০১৮১৩২৬৬৩৩৩), ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের মনছুর নাদিম (মোবাইল-০১৮১৩৯৬২৩৪৬), ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের জাফর আহমদ (মোবাইল-০১৭১২০২৩৬২৪), ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের মো. আলমগীর (মোবাইল-০১৮১৮১১২৮৩৫), ডাঙ্গারচর-কর্ণফুলী ওয়ার্ডের মেজবাহ উদ্দিন রানা (মোবাইল-০১৮১৭২২৩০১০)।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন