চট্টগ্রামের লালদীঘি মাঠে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪টায় শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আয়োজন। বলীখেলার পাশাপাশি জমে উঠবে তিনদিনব্যাপী বৈশাখী মেলা, যা চলবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।
বুধবার (১৬ এপ্রিল) এ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজকদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটাতে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত সড়কে কোনো স্টল বসানো যাবে না। একইসঙ্গে স্টল বরাদ্দ, দোকান দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
১৯০৯ সালের ১২ বৈশাখ, ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার সূচনা করেন। উদ্দেশ্য ছিল—এ অঞ্চলের তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করা। সেই ঐতিহ্য এখনো গর্বের সঙ্গে বহন করে চলেছে চট্টগ্রামবাসী।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, এসি কোতোয়ালী মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল, বলীখেলার প্রধান রেফারি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রায় ১১৫ বছর ধরে ১২ বৈশাখে লালদীঘি মাঠে গর্জে ওঠে বলীদের রণহুঙ্কার, আর উৎসবের আমেজে মাতোয়ারা হয়ে ওঠে পুরো চট্টগ্রাম।
এআরই/বাংলাধারা