৩০ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬৭টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ৫৬ শতাংশ। এদিনও করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৩ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৫ জন মহানগর এলাকার ও ৮ জন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৮১ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৩০০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৮১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন