২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা নিয়ে ইপসা’র ওরিয়েন্টেশন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন  ইপসা COMBATING EARLY MARRIAGE IN BANGLADESH (CEMB) UNDER CYCDP প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধির উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক মিসেস মাধবী বড়ুয়া, ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) মিসেস নাসিম বানু, পোগ্রাম ম্যানেজার ফারহানা ইদ্রিস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমাদের দেশে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ব্যাপকভাবে সামাজিক বৈষম্য বিরাজ করছে। এক্ষেত্রে  সংশ্লিষ্ট মহলের পাশাপাশি নারীরা যদি নিজেরা সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে  এগিয়ে না আসে এবং ভুক্তভোগী নিজেরাই যদি বাল্যবিবাহ করতে অস্বীকৃতি না জানায় সেক্ষেত্রে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা যাবে না।

তিনি এটিকে সামাজিক ব্যাধি আখ্যায়িত করে মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান। পাশাপাশি ইপসার এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক মাধবী বড়ুয়া বলেন, বাংলাদেশ সরকার বাল্যবিবাহ বন্ধে ব্যাপকভাবে কাজ করছে। বিভিন্নভাবে প্রচারণাও চালিয়ে যাচ্ছে। আইনের সংস্কারসহ যা যা করণীয়  করছে।

তিনি সাংবাদিকদের দায়িত্বশীল হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আরো ব্যাপকভাবে এগিয়ে আসতে অনুরোধ করেন।

ওরিয়েন্টেশনের শুরুতে সাংবাদিকদের চারটি ভাগে বিভক্ত করে গ্রুপ ওয়ার্ক করানো হয়, সাংবাদিকদের পক্ষে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ আবরার, হামিদ উল্ল্যাহ, শারমীন রিমা এবং ইশতিয়াক শান।

ওরিয়েন্টশন পরিচালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়ক মুহাম্মদ মহিন উদ্দিন।

আরও পড়ুন