বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামে আরও ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার (৮ মে) দুপুরে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৭ জন, সীতাকুন্ড উপজেলায় ৫ জন, হাটহাজারী উপজেলায় ১ জন বোয়ালখালী উপজেলায় ১ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মহনগরীর সাগরিকায় ১ জন, বহদ্দারহাটে ১ জন, হালিশহরে ৩ জন, কসমোপলিটনে ১ জন, আগ্রাবাদে ১ জন, মেহেদীবাগে ১ জন, বাকলিয়ায় ৪ জন, নাসিরাবাদে ১ জন, মোগটলীতে ১ জন, ইপিজেড এলাকায় ২ জন, সরাইপাড়ায় ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, ফিরিঙ্গীবাজারে ১ জন, দামপাড়ায় ১ জন, আইসফ্যাক্টরী এলাকায় ১ জন, মীর্জাপুলে ১ জন, সদরঘাট এলাকায় ১ জন, আমবাগান রেলওয়ে কলোনীতে ১ জন, সাগরিকার কাজিরদীঘিতে ১ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে মোট ৬১ টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৪০ টি পজিটিভ পাওয়া যায়।
বাংলাধারা/এফএস/টিএম













