৯ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মারা গেছে দুজন

বাংলাধারা প্রতিবেদন »

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, অন্যজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের ৪ জন চমেক হাসপাতালে ও ৮ জন বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪০৩ জনের।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে আশপাশ পরিষ্কার রাখা এবং এডিসের বংশবিস্তার রোধে সজাগ হতে হবে। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনকেও এ বিষয়ে জোরালো কাজ করা প্রয়োজন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ